Sailor Presents বিজয়ের কুয়াশা উৎসব, সিলেট ২০২৫ | Winter Festival | Army IBA Art Club | Co host MFC , 16 December

Sailor Presents বিজয়ের কুয়াশা উৎসব, সিলেট ২০২৫ | Winter Festival | Army IBA Art Club | Co host MFC

Kuasha Uthsob Sylhet

Highlights

Tue, 16 Dec, 2025 at 11:00 am

Army IBA Sylhet , Sylhet Cantonment Road, Sylhet, Sylhet, Sylhet Division, Bangladesh

Advertisement

Date & Location

Tue, 16 Dec, 2025 at 11:00 am (BST)

Army IBA Sylhet, Sylhet Cantonment Road, Sylhet Division

Sylhet, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

Sailor Presents বিজয়ের কুয়াশা উৎসব, সিলেট ২০২৫ | Winter Festival | Army IBA Art Club | Co host MFC
Sailor Presents: বিজয়ের কুয়াশা উৎসব সিলেট ২০২৫
Organized by Army IBA Art Club
and Co host by Army IBA Media and Film Club

সিলেটের শীত, বিজয়ের উল্লাস আর তারুণ্যের বাধভাঙ্গা উচ্ছ্বাস নিয়ে আসছে "বিজয়ের কুয়াশা উৎসব ২০২৫"! এটি শুধু একটি ফেস্টিভ্যাল নয়, এটি আর্ট, কালচার, মিউজিক এবং ঐতিহ্যের এক মহা-সম্মিলন।
১৬ই ডিসেম্বর, বিজয় দিবসে Army IBA Sylhet-এর নিরাপদ এবং ফ্যামিলি-ফ্রেন্ডলি পরিবেশে আপনাকে স্বাগতম।

📅 তারিখ: ১৬ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার)
📍 স্থান: Army IBA Field, সিলেট ক্যান্টনমেন্ট রোড, সুরমা গেট, সিলেট।
⏰ সময়: সকাল ১১:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত।

🔥 উৎসবে যা যা থাকছে (Event Attractions)

এই দিনব্যাপী উৎসবে থাকছে ১০টিরও বেশি আকর্ষণীয় সেগমেন্ট:

• 🎨 Art Exhibition (জাতীয় পর্যায়ের চিত্র প্রদর্শনী)
• 💻 Digital Art Showcase (ডিজিটাল ক্রিয়েটিভদের প্রতিযোগিতা )
• 📰 Wall Magazine Display (দেয়ালিকা প্রদর্শনী)
• 🎤 তারুণ্যের মঞ্চ (গল্প, গান, নাচ ও অভিনয়ের ওপেন স্টেজ)
• 🧥 Winter Fashion Walk (শীতের ফ্যাশন শো)
• 🍘 পিঠা প্রাঙ্গণ (শীতের পিঠার স্বাদ)
• 🍲 Food Fest & Stalls (বিভিন্ন খাবারের স্টল)
• 📸 Photo Zone (স্মৃতির ক্যানভাস)
• 🎸 Grand Concert

🎶 কনসার্ট লাইনআপ:
সন্ধ্যার মূল আকর্ষণ হিসেবে স্টেজ মাতাতে আসছে:
দেশের অন্যতম ৩টি সেরা লাইনাপ।

🏆 প্রতিযোগিতা ও অংশগ্রহণ (Competitions & Registration)

শিক্ষার্থীদের প্রতিভাকে তুলে ধরতে আমাদের থাকছে ৪টি কম্পিটিটিভ সেগমেন্ট। টোটাল প্রাইজ পুল ও গিফট ভ্যালু প্রায় ১,০০,০০০ টাকা!
প্রতিযোগিতায় অংশগ্রহনের ফর্ম লিংক : https://forms.gle/oHJrZKkcks9QRYau5

১. Art Exhibition (চিত্রাঙ্কন প্রদর্শনী)
• Theme: “বিজয় দিবস ও বাংলাদেশ”
• Eligibility: স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
• মাধ্যম: যেকোনো মিডিয়াম (Water color, Acrylic, Pencil sketch etc.)
• আর্টওয়ার্ক সাইজ:
• কাগজে: A4 অথবা 7" × 7"
• ক্যানভাসে: 6" × 6" থেকে 8" × 8" এর মধ্যে।

• Registration Fee: ১০০ টাকা

• পুরস্কার:

• ১ম স্থান: ৫,০০০ টাকা
• ২য় স্থান: ৩,০০০ টাকা
• ৩য় স্থান: ২,০০০ টাকা

• নিয়মাবলী: অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এবং আর্টওয়ার্কটি ফিজিক্যালি আপনার ক্যাম্পাসের অ্যাম্বাসেডরের কাছে জমা দিতে হবে।

২. Digital Art Competition
• Theme: “Brand Promotional Poster of Sailor”
• Description: ডিজিটাল টুলস (Canva, Photoshop, Illustrator) ব্যবহার করে Sailor ব্র্যান্ডের জন্য ক্রিয়েটিভ পোস্টার ডিজাইন।

• Registration Fee: ১০০ টাকা

• পুরস্কার:

• ১ম স্থান: ৫,০০০ টাকা
• ২য় স্থান: ৩,০০০ টাকা
• ৩য় স্থান: ২,০০০ টাকা
• নিয়মাবলী: আর্টওয়ার্কটি (PNG/JPG/PDF) রেজিস্ট্রেশন ফর্মের সাথে আপলোড করতে হবে।

৩. Wall Magazine (দেয়ালিকা প্রতিযোগিতা)
• Theme: "শীত ও সিলেট"
• Description: টিমভিত্তিক ( ৩ জন প্রতি টিম Cross University Acccepted ) দেয়ালিকা তৈরি, যেখানে শীত ও সিলেটের গল্প উঠে আসবে।

• Registration Fee: ৩০০ টাকা (প্রতি দল)

• পুরস্কার:
• চ্যাম্পিয়ন: ৫,০০০ টাকা
• রানার-আপ: ২,৫০০ টাকা
• নিয়মাবলী: টিমের নাম, সদস্য সংখ্যা উল্লেখ করে ফর্ম পূরণ করতে হবে এবং ডেডলাইনের আগে দেয়ালিকা জমা দিতে হবে।

৪. তারুণ্যের মঞ্চ (Talent Showcase)
• Description: এটি একটি ওপেন পারফর্মেন্স প্ল্যাটফর্ম। গান, নাচ, আবৃত্তি, মাইম, ড্রামা বা ফিউশন যেকোনো প্রতিভা দেখাতে পারবেন।

• Registration Fee: Free (বিনামূল্যে)

• পুরস্কার:
• সেরা ৩টি পারফর্মেন্সের জন্য বিশেষ সম্মাননা ও পুরস্কার।
• সকল পারফর্মারদের জন্য Exclusive Gift Box।
• বাইরের জেলার বা ভার্সিটির পারফর্মারদের জন্য হসপিটালিটি সুবিধা।
• নিয়মাবলী: প্রাথমিক রেজিস্ট্রেশনে কনসেপ্ট জমা দিতে হবে। অডিশনের মাধ্যমে সেরা ১০টি পারফর্মেন্স মূল মঞ্চের জন্য নির্বাচিত হবে।

✅ সকল প্রতিযোগীর জন্য: সকল সফল অংশগ্রহণকারী পাবেন "Certificate of Participation"।

🎟️ টিকিট ও প্রবেশ (Ticket & Entry Info)
এই ইভেন্টে প্রবেশের নিয়মাবলী:

১. সাধারণ দর্শনার্থী (Visitors): যারা মেলা ঘুরতে এবং কনসার্ট উপভোগ করতে চান, তাদের জন্য এন্ট্রি টিকেট বাধ্যতামূলক।

• Ticket Price: ২৫০ টাকা (All Access)

• কীভাবে কিনবেন: নিচের লিংকে গিয়ে ফর্ম পূরণ করুন অথবা আমাদের বুথ/ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের সাথে যোগাযোগ করুন।

• Ticket Link: https://forms.gle/PSCBYYWJjYxVHih87

২. প্রতিযোগী (Participants): যারা আর্ট, ডিজিটাল আর্ট, দেয়ালিকা কিংবা তারুণ্যের মঞ্চে রেজিস্ট্রেশন করেছেন এবং অংশগ্রহণ করছেন, তাদের জন্য এন্ট্রি সম্পূর্ণ ফ্রি। ইভেন্টের দিন গেটে আপনার রেজিস্ট্রেশন কনফার্মেশন দেখালেই হবে। আলাদা টিকিট কেনার প্রয়োজন নেই।

💸 পেমেন্ট পদ্ধতি (Payment Methods)
রেজিস্ট্রেশন ফি বা টিকিটের মূল্য পরিশোধ করতে হবে নিচের নাম্বারে (Send Money):
• bKash: 01859929858
• Nagad / Rocket: 01818839031
(টাকা পাঠানোর পর ট্রানজেকশন আইডিটি ফর্মে অবশ্যই উল্লেখ করবেন)

🛡️ নিরাপত্তা ও পরিবেশ (Security)
আর্মি আইবিএ ক্যান্টনমেন্ট এরিয়ার ভেতরে হওয়ায় আমরা নিশ্চিত করছি ১০০% নিরাপত্তা ও ফ্যামিলি-ফ্রেন্ডলি পরিবেশ। পরিবার, বন্ধু-বান্ধব বা ছোট ভাই-বোনদের নিয়ে নিশ্চিন্তে চলে আসুন।

📞 প্রয়োজনে যোগাযোগ (Helpline):
WhatsApp: 01818839031

কুয়াশা ঘেরা শীতে, বিজয়ের উষ্ণতায়—দেখা হচ্ছে ১৬ই ডিসেম্বর!


Also check out other Arts events in Sylhet, Festivals in Sylhet, Exhibitions in Sylhet.

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

Tickets for Sailor Presents বিজয়ের কুয়াশা উৎসব, সিলেট ২০২৫ | Winter Festival | Army IBA Art Club | Co host MFC can be booked here.

Advertisement

Nearby Hotels

Army IBA Sylhet , Sylhet Cantonment Road, Sylhet, Sylhet, Sylhet Division, Bangladesh
Reserve your spot
Ask AI if this event suits you

Host Details

Kuasha Uthsob Sylhet

Kuasha Uthsob Sylhet

Are you the host? Claim Event

Advertisement
Sailor Presents বিজয়ের কুয়াশা উৎসব, সিলেট ২০২৫ | Winter Festival | Army IBA Art Club | Co host MFC , 16 December
Sailor Presents বিজয়ের কুয়াশা উৎসব, সিলেট ২০২৫ | Winter Festival | Army IBA Art Club | Co host MFC
Tue, 16 Dec, 2025 at 11:00 am